শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

নারী প্রৌরত্বে উপনীত হলে তার রজঃস্রাব বন্ধ হয়ে যায় যাকে বলা হয় রজ:ক্ষান্তি (ইংরেজি: Menopause)। প্রথমে রজ:স্রাবের পরিমাণ হ্রাস পায় এবং রজ:স্রাবের সময় পরিধি কমে আসে। এক সময় রজ:স্রাব সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায়। মেনপোজ বা রজ:ক্ষান্তি মহিলাদের জীবনের একটি বিশেষ অধ্যায়। সাধারণত ৪৩ থেকে শুরু করে ৫৩ বৎসরের মধ্যে নারীর জীবনে রজ:ক্ষান্তি অধ্যায়ের শুরু হয়। বিশেষ রোগের কারনে ৪০ এর আগেও তা ঘটতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ