মাফ করবেন আপনার উত্তর টি ঠীক বুঝতে পারিনি। অামি জানতে চাই যে, পাক পবিএ হয়ে ঘর থেকে বের হওয়ার পরও যদি প্রস্রাব করার সময় অনিচ্ছাকৃত কাপড়ে প্রস্রাব এর ফোটা লােগ বা লিঙ্গ থেকে মযী বা পাতলা বের হয় অার তখন যদি সালাত ফরয হয়ে যায় সেসময় করণীয় কী। দয়া করে সহী হাদীেসর আলোকে উত্তর দিবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Birdnest

Call

আপনি কিছুতেই পবিত্র না হয়ে নামাজ আদায় করতে পারবেননা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অনিচ্ছাকৃত ভাবে অপবিএ হয়ে গেলে এবং গোসল করার উপযুক্ত উপায় না পান তাহলে কেবল নির্দিষ্ট নাপাকি স্থান ৩বার ধুয়ে পরিষ্কার করে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ