হ্যাঁ । সম্প্রতি এমন এক এপস এর খবর প্রকাশিত হয়েছে। (xParanormal Detector) নামে এমন একটি সফটওয়্যার ইন্টারনেটে পাওয়া যাচ্ছে যা দিয়ে আপনি কিনা জানতে পারবেন আপনার আসে পাশে কি কোন ভূতের অস্তিত্ব আছে নাকি! সফটওয়্যারটি প্রস্তুতকারীর ভাষ্য মতে আপনি xParanormal Detector v2.5 আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারে(এন্ড্রোয়েড ভার্সনেও পাওয়া যায়) ইনিস্টল করে এটি রান করালে এটি আপনাকে ভূতের অবস্থান বিষয়ে তথ্য প্রদান করবে। ডিভাইসটি আপনাকে ভূতের অবস্থান, এর আকৃতি, ছবি এবং এর ভাষা সম্পর্কে ধারণা প্রদান করবে এমনকি এর মাধ্যমে আপনি ভূতের ভাষা অনুবাদ করে ভূতের সাথে আলাপ চালিয়ে যেতে পারবেন। এছাড়া এর মাধ্যমে কোন মৃত ব্যক্তির আত্মা যদি ফিরে আসে এবং আপনার সাথে কথা বলতে আগ্রহী হয় তবে আপনি কথা বলতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App