শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মহাবিজ্ঞানী গ্যালিলিওর প্রিয় শিষ্য টরেসেলি ছিলেন ব্যারোমিটারের আবিষ্কারক। তবে ব্যারোমিটার আবিষ্কার করার জন্য টরেসেলি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। বলা যায় তার গুরু গ্যালিলিও এ দায়িত্বটা তার ওপর চাপিয়ে দিয়েছিলেন। একবার এক ধনী ব্যক্তি কি এক প্রয়োজনে তার বাড়িতে একটি কুয়ো খুঁড়তে আরম্ভ করেন। কুয়ো খোঁড়ার সময় মাটির নিচ থেকে যে পানি উঠে আসছিল তা একটি পাম্প মেশিন দিয়ে তুলে ফেলা হচ্ছিল। কিন্তু এক সময় দেখা গেলো পাম্প মেশিনটি ঠিক ঠিক কাজ করার পরও পানি উঠছে না। ব্যাপার কি? ব্যাপার কি তা জানার জন্য সেই ধনী ব্যক্তি ছুটে যান গ্যালিলিওর কাছে। গ্যালিলিওকে সব কথা খুলে বলেন। কিন্তু সে সময় গ্যালিলিও ছিলেন অন্ধ আর বুড়ো হয়ে গিয়েছিলেন। কাজ করা সম্ভব ছিল না তার পক্ষে। তিনি তাই পাম্প মেশিনে পানি কেন উঠছে না তা বের করার দায়িত্ব দেন টরেসেলিকে। টরেসেলি ছুটে যান সেই কুয়োর সামনে। কুয়োর ভেতর একটা দড়ি ফেলে দেখতে পান কুয়ো কাটা হয়েছে চৌত্রিশ ফুট। এবার একটা বালতিতে পানি নিয়ে দড়ি বেঁধে কুয়োর তলা থেকে সামান্য উপরে ঝুলিয়ে রেখে তাতে পাম্প মেশিনের পাইপ রেখে দেখতে পান মেশিন ঠিক আছে এবং পানি তুলতে পারছে। অথচ বালতিটা একটু নামিয়ে দিলেই পাম্প মেশিনে আর পানি তোলা যাচ্ছে না। এ থেকে টরেসেলি একটি কথা বুঝলেন, ৩৪ ফুট নিচ থেকে প্রচলিত কোনো পাম্প মেশিনে পানি তোলা সম্ভব নয়। কিন্তু কেন তোলা সম্ভব হচ্ছে না? সমস্যাটা কোথায়? তবে কি এ জন্য বাতাসের চাপ দায়ী? বাতাসই কি পানিকে ৩৪ ফুটের ওপরে উঠতে দিচ্ছে না? দেখা যাক পরীক্ষা করে। বাড়িতে ফিরে এসে টরেসেলি এক মিটার লম্বা ও এক মিটার খোলা একটা কাচের নল নিয়ে তার ভেতর পানির চেয়ে সাড়ে তেরো গুণ ভারি তরল পারদ ঢুকিয়ে নলটিকে একটি পারদ পাত্রে উপুড় করে রাখেন। অবাক কাণ্ড! তিনি দেখতে পান নলের ভেতরের পারদ ধীরে ধীরে নেমে ২৯ ইঞ্চি বা ৭৬ সেন্টিমিটার উচ্চতায় এসে স্থির হয়ে আছে, আর নামছে না। এ পরীক্ষার মাধ্যমে টরেসেলি একটি কথা বুঝতে পারেন, বায়ুমণ্ডলের চাপ ৭৬ সেন্টিমিটার উচ্চতায় পারদকে ধরে রাখতে পারে। যেহেতু পারদ পানির চেয়ে ১৩.৬ গুণ ভারি তাই বায়ুমণ্ডল প্রায় ২৯ী১৩.৬=৩৯৪৪ ইঞ্চি বা ৩৪ ফুট পর্যন্ত পানিকে ধরে রাখতে পারে এবং ৩৪ ফুটের মধ্যে কার্যক্ষম থাকে। টরেসেলি ছিলেন বুদ্ধিমান। তিনি ভাবেন, এ যন্ত্রটিকে বায়ুমণ্ডলের চাপ পরীক্ষা করার কাজে লাগানো যেতে পারে। সে উদ্দেশ্যে তিনি তৈরি করেন উন্নতমানের কাঁটাওয়ালা একটি যন্ত্র। এ যন্ত্রটির নাম রাখা হয় ব্যারোমিটার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ