গায়ের লোম দ্রুত না বাড়ার কারন কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

চুল দ্রুত লম্বা হয় কিন্তু গায়ের লোম দ্রুত না বাড়ার কারন এটাকে বিজ্ঞানের ভাষায় বলে সেল টাইমিং। সেল টাইমিং অনেক ধরনের প্রভাবক (যেমন: হরমোন) দিয়ে প্রভাবিত হতে পারে। টাইমিং কিভাবে হয় তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। তবে সহজ ভাবে বলতে গেলে সেল টাইমিং বিষয়টি আমাদের জিনোমে ডিজাইন করা আছে। ‘এপিজেনেটিক্স’ নাম সাম্প্রতিক বৈজ্ঞানিক শাখাটি এ বিষয়গুলোই কাজে করে। অর্থাৎ এদের কাজের বিষয়বস্তু হচ্ছে, যে কিভাবে ‘ডিএনএ-র এক্সপ্রেসন’ এর সময়, মাত্রা. ধরণ ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। কিন্তু যে জিনগুলো দিয়ে আমাদের চুলের বৃদ্ধি হওয়া নিয়ন্ত্রিত হয় সেগুলোতে যদি মিউটেশন হয় তাহলে কি হবে? চুল হয় তৈরীই হবে না, অথবা অস্বাভাবিক গঠনের চুল তৈরী হবে। মিউটেশন যেমন আমাদের চুলকে খারাপ ভাবে প্রভাবিত করে তেমনি শিম্পাঞ্জি জাতীয় প্রাইমেটগুলোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। সুতরাং এপের গায়ের লোমে মিউটেশন হলে এপের গায়ের লোম অস্বাভাবিক হতে পারে কিন্ত সেটার মধ্য বিবর্তিত হয়ে মানুষ আসার (বা মানুষের লোম আসার) কোন সম্ভাবনা নেই। সংগৃহীত : ইন্টারনেট

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ