Share with your friends
mhf312rand1

Call

প্রোটোকল

Talk Doctor Online in Bissoy App
Call

টিসিপি/আইপি হলো ইন্টারনেট ব্যবহারের জন্য প্রটোকল স্যুট

Talk Doctor Online in Bissoy App

Call

TCP/IP এর পূর্ণরূপ হল Transmission Control Protocol/Internet Protocol.
 
টিসিপি/আইপি হলো ইন্টারনেট ব্যবহারের জন্য প্রটোকল স্যুট। এই প্রটোকল স্যুটে দুটি প্রটোকলের নাম দেওয়া হয়েছে। এই প্রটোকল দুটি হলো : ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল (TCP) ও ইন্টারনেট প্রটোকল (IP)TCP ব্যবহৃত হয় কানেকশন-অরিয়েন্টেড নির্ভরযোগ্য ট্রান্সমিশন সার্ভিসের জন্য, আর IP ব্যবহৃত হয় ওই নেটওয়ার্কের প্রতিটি হোস্টের এড্রেস নির্ধারণের জন্য।
 
ইন্টারনেটের সাথে কম্পিউটারের সংযোগ থাকার জন্য মেশিনে TCP/IP ইনস্টল করা থাকতে হবে। সাধারনত অপারেটিং সিস্টেমের সাথে TCP/IP সংযুক্ত থাকে।
 
TCP/IP কে কতগুলি স্তরের একটি সেট হিসেবে কল্পনা করা যাতে পারে। প্রতিটি স্তর উপাত্ত সঞ্চার বা ট্রান্সমিশন সংক্রান্ত এক সেট সমস্যার সমাধান করে, এবং উচ্চ-স্তরের প্রোটোকলগুলিকে সুসংজ্ঞায়িত সেবা প্রদান করে। উপরের স্তরগুলি ব্যবহারকারীর সাথে যৌক্তিকভাবে কাছে অবস্থিত এবং বিমূর্ত উপাত্ত নিয়ে কাজ করে, অন্যদিকে নিম্নস্তরের প্রোটোকলগুলি এই উপাত্ত কীভাবে ভৌত উপায়ে সঞ্চরণযোগ্য রূপে রূপান্তরিত বা অনুবাদ করা যায়, তা বাস্তবায়ন করে।
 
TCP/IP মডেলে চারটি স্তর বা লেয়ার আছে
. নেটওয়ার্ক অ্যাক্‌সেস/লিংক
২. ইন্টারনেট
৩. ট্রান্সপোর্ট ও
৪. অ্যাপ্লিকেশন।

image

Talk Doctor Online in Bissoy App