শেয়ার করুন বন্ধুর সাথে
  • যৌনতাঃ সংগমের ইচ্ছা বা কামপ্রবৃত্তিকে যৌনতা বলে।
  • মানুষের কেনো যৌনতার প্রতি এতো আকর্ষণঃ শুধু মানুষ নয়, পৃথিবীর প্রতিটা পুরুষ প্রাণী ও মহিলা প্রাণীর মধ্যেই রয়েছে যৌনতার প্রতি আকর্ষণ। আর তা আছে বলেই দুজন মানব-মানবী থেকে পৃথিবীতে ক্রমান্বয়ে ৭০০ কোটিরও বেশি মানুষ জন্মলাভ করেছে। অনুরূপ, এ যৌনতা আছে বলেই মানুষসহ সকল প্রাণীর মধ্যে বংশবিস্তার হয় এবং প্রাণীর সংখ্যা বৃদ্ধি পায়। যদি এ যৌনতা না থাকতো, তাহলে পৃথিবীতে এতো প্রাণী, এতো মানুষ জন্মলাভ করতো না। আল্লাহ তায়ালা মানুষসহ সকল প্রাণী, উদ্ভিদ, সবকিছু সৃষ্টি করেছেন। আর যৌনতা জীবের বংশবিস্তারের একটা মাধ্যম মাত্র। একজন পুরুষের প্রতি একজন মহিলার বা একজন মহিলার প্রতি একজন পুরুষের যৌন আকর্ষণই যৌনতার নামান্তর। প্রতিটা পুরুষ প্রাণী ও প্রতিটা মহিলার প্রাণীর মধ‍্যে মহান আল্লাহ তায়ালা এমনকিছু আকর্ষণীয় অঙ্গ সৃষ্টি করে দিয়েছেন, যা দেখলে বা যা দেখার অনুভূতি যৌনতা সৃষ্টি করে। তবে ইসলামে একমাত্র বিয়ের পর যৌনতার বহিঃপ্রকাশ বৈধ। অন‍্যথায়, তা হারাম। আর ইসলামে যাদের সাথে বিবাহ নিষেধ, তাদেরকে বিয়ে করা হারাম। ইসলামীকভাবে বা বৈধভাবে বিয়ের মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ‍্যে যৌনতা ছড়ালে পৃথিবীতে সুন্দর পরিবেশ বজায় থাকে। অন‍্যথায়, পৃথিবীতে অশ্লীলতা, মারামারি, হানাহানি, খুনাখুনি, মনোমালিন্য, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই প্রতিটা পুরুষ ও প্রতিটা মহিলার উচিত একমাত্র বিয়ের মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ‍্যে যৌনতা ছড়ানো। যিনা, ব‍্যভিচার, পরকীয়ার মাধ্যমে যৌনতা ইসলাম সমর্থন করে না, কারণ তা শান্তিকে সমূলে বিনষ্ট করে। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ