Share with your friends
  • জাভা হল একটি জটিল ল্যাংগুয়েজ যা কোনো ওয়েবপ্রোগ্রাম নয়। অন্যদিকে জাভাস্ক্রীপ্ট হল একটি সহজবোধ্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। তাছাড়া এদের ব্যবহার, লেখার নিয়মও আলাদা।
  •  জাভা হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা Sun Microsystems নামক কোম্পানি ডেভলপ করেছে। অন্যদিকে জাভাস্ক্রিপ্ট উদ্ভাবন করেছে নেটস্কেপ কমুনিকেশন কর্পোরেশনের প্রোগ্রামার Brendan Eich।
  •  জাভা স্ট্যটিক টাইপের ল্যাঙ্গুয়েজ কিন্তু জাভাস্ক্রিপ্ট ডায়নামিক টাইপের ল্যাঙ্গুয়েজ। 
  • জাভাকে কম্পাইল করতে হয় এবং এটা যে কোন প্লাটফরমে রান করা যেতে পারে, অন্যদিকে জাভাস্ক্রিপ্ট HTML কোডের মাঝে রাখা হয় এবং সরাসরি ব্রাউজার এটাকে ইন্টারপ্রেট করে।
  •  সিনট্যাক্স, reserved-words- জাভা ও জাভাস্ক্রিপ্টে আলাদা।
@ আরিফুল ভাই। 
Talk Doctor Online in Bissoy App