শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাতের চাবি হলো নামাজ। আর নামাজের চাবি হলো তাহারাত অর্থাৎ অজু। (মিশকাতুল মাসাবীহঃ ২৯৪ হাদিসের মানঃ সহিহ/যঈফ মিশ্রিত)। তাই এভাবে বলা যায়, পবিত্রতা অজুর চাবি, অজু নামাজের চাবি, আর নামাজ হল জান্নাতের চাবি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMOBAROKBD

Call

হাদিস বা কোরান ভিত্তিক এমন কোন উক্তি পাওয়া যায় না৷ তবে-বলা যেতে পারে, শরীর ফরজ গোসল থেকে পবিত্র হওয়া অজুর চাবি/শর্ত৷  কারণ-যার গোসল ফরজ হয়েছে তার অজুর কোন লাভ নেই৷ আগে শরীর ফরজ গোসল থেকে পবিত্র করতে হবে৷          

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ