ওয়াইফাই লাইন নিতে চাই মোটামুটি 5 থেকে 6 জন চলানো হবে। এখন কত এন্টিনা এর রাউটার কিনলে ভালো হয় ও দাম কত পড়তে পারে?


শেয়ার করুন বন্ধুর সাথে

খারাপ না পড়লে প্রায় সব ব্রান্ডের রাউটারই ভালো।

আমি ব্যাক্তিগতভাবে TP-link, D-link, Mercusys তিনটি ব্রান্ডই মোটামুটি আমাকে ভালো সার্ভিস দিয়েছে। এবং সব গুলোই আমরা ৫-৬ জন মিলে ইউজ করছি।

তো আপনারাও যদি ৫-৬ জন ইউজ করেন এবং যদি একই রুমে ইউজ করেন তবে আমি সাজেস্ট করবো এই তিন ব্রান্ডের যেকোন একটি ব্রান্ড ইউজ করতে পারেন।

প্রায় সব ব্রান্ডেরই দুই এন্টেনা(৩০০ mbps) রাউটার প্রাইস কাছাকাছি ১০০০-১৫০০ ৳। 


আর যদি ভিন্ন ভিন্ন রুমে ইউজ করেন তাহলে উক্ত ব্রান্ডগুলোর যেকোন একটা ইউজ করতে  পারেন। 

 চার এন্টেনা রাউটার ১৫০০-৩০০০৳। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

রাউটার জগতে tplink সেরা।  কিন্তু এটির দাম বেশি। অল্প টাকায় অবশ্যই পাওয়া যাবে কিন্তু ফিচার কম বা রেঞ্জ কম এ ধরনের অসুবিধা থাকে। যেমন ৩০০০ টাকার টিপি লিংক ১৫০ ফুট যায় তবে এই টাকায় অন্য রাউটারে ২৫০ পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। স্পিড নিয়া বলার কিছু নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ