শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ডেটা শব্দের অর্থ তথ্য বা আর বেজ শব্দের অর্থ সমাবেশ। অর্থাৎ ডেটাবেজ শব্দের অর্থ হচ্ছে বহু তথ্য বা উপাত্তের সমাবেশ।  সুশৃঙ্খল ভাবে সজ্জিত বহু ডেটার সমাবেশকে ডেটাবেজ বলে। একটি ডেটাবেজ হল কোন কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি কাঠামোবদ্ধ সংগ্রহ। উপাত্তকে একটি উপাত্ত মডেল অনুসারে সাজিয়ে এই কাঠামোটি অর্জন করা হয়।   ডাটাবেস ব্যবস্থাপনা প্রণালির এলাকাসমূহ  ☆ক্রেতা, একাউন্ট, ঋণ এবং লেনদেনের তথ্যের জন্য। ☆ছাত্র-ছাত্রীদের তথ্য, কোর্সের নিবন্ধন ও গ্রেড জানার জন্য। ☆ক্রেডিট কার্ড দিয়ে ক্রয়, লেনদেন ও মাসিক বিবরণী প্রস্তুুতি। ☆কলের তথ্য রাখার জন্য, মাসিক বিল প্রস্তুত, প্রিপেইড কল কার্ডের ব্যালেন্স রাখা এবং যোগাযোগ নেটওয়ার্কের তথ্য সংরক্ষনের জন্য। ☆সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা এবং কারখানায় উৎপাদনের তথ্য ধারন, ওয়ারহাউজ বা গুদামে ইনভেন্টরি বা ম্যাটেরিয়ালের তথ্য, ফরমায়েসকৃত পণ্যের তথ্য সংরক্ষণ ইত্যাদি। ☆কর্মচারীদের তথ্য, বেতন, ট্যাক্স, ভাতা, চেক প্রদানের তথ্য এবং অন্যান্য সুযোগ সুবিধার তথ্য ধারণ করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ