Call
  • না । কারন নামাজের সময়লেদের কাপড় টাকনুর উপড়েই রাখতে হয়
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নামাজে কাপড় গুটালে নামাজের ক্ষতি হয়। কিন্তু আপনি সর্বদা টাখনুর উপরে প্যান্ট পড়েন সেক্ষেত্রে আপনার সালাত হবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা টাখনুর উপড়েই পোষাক পড়তে আদেশ করেছেন। কেননা, টাখনুর নীচে যা থাকবে তা যাবে জাহান্নামে যাবে। আদম (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইযারের যে পরিমান টাখনুর নীচে যাবে, সে পরিমান জাহান্নামে যাবে। (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৫৩৭১ হাদিসের মানঃ সহিহ)। আবূ তাহির (রহঃ) আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি অহমিকাবশতঃ তার কাপড়গুলো 'টাখনুর নীচে' ঝুলিয়ে দেবে, কিয়ামাতের দিনে আল্লাহ তার প্রতি 'রহমতের নযরে' দৃষ্টি দিবেন না। (সহীহ মুসলিম হাদিস নম্বরঃ ৫৩৪৮ হাদিসের মানঃ সহিহ)। উদাহরণঃ নামাযের মধ্যে কাপড় ঝুলিয়ে রাখা প্রসঙ্গে যঈফ সনদে বর্নিতঃ আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমাদের মধ্যে কোন এক ব্যক্তি তার পাজামা 'টাখনু গিরার নীচ পর্যন্ত' ঝুলিয়ে নামাজ পড়ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেনঃ তুমি যাও অজু করে আস, সে গিয়ে অজু করে ফিরে আসে তিনি তাকে, পুনরায় গিয়ে অজু করে আসার নির্দেশ দেন। সে পুনরায় অজু করে আসলে উপস্হিত এক ব্যক্তি তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ! আপনি তাকে অজু থাকাবস্হায় কেন পুনরায় অজু করার নির্দেশ দেন? তিনি বলেনঃ এই ব্যক্তি কাপড় ঝুলিয়ে নামাজ পড়ছিল এবং আল্লাহ তাআলা এরূপ ব্যক্তিদের নামাজ আদৌ কবুল করেন না। (সূনান আবু দাউদ হাদিস নম্বরঃ ৬৩৬ হাদিসের মানঃ যঈফ)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ