Share with your friends
Call

আচরণবাদ-কে ইংরেজীতে (Behaviorism) বলা হয়। আচরণবাদের জন্ম হয়েছিল বিংশ শতকের দ্বিতীয় দশকে। আচরণবাদের মুখ্য প্রবক্তা ছিলেন  জন বি. ওয়াটশন এবং বি. এফ. স্কীনার। এছাড়া, রাশিয়ার আইভান পাভলভবেখটার্ভ ইত্যাদি মনোবিজ্ঞানী আচরণবাদ নিয়ে বহু উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। আচরণবাদীদের মতে, প্রাণীর উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া জানানোর কার্যই হল আচরণ; এবং যে তত্ত্বের সহায়তায় এই আচরণের অধ্যয়ন ও বিশ্লেষণ করা হয় তাই হল আচরণবাদ। এটি মানুষের সমস্ত আচরণ ও কার্যকারণ—নীতির দ্বারা পরিচালিত, এমন মতবাদ।

Talk Doctor Online in Bissoy App