শেয়ার করুন বন্ধুর সাথে
Call

* মানুষ যা জানেনা তার সাথে শত্রুতা পোষণ করে। * মানুষকে যেটি করতে বারণ করা হয় সেটি করতে সে বেশি উদ্গ্রীব থাকে। * পরাশ্রীকাতরতা হল লোহার মরিচার মত।যা খেয়ে না ফেলা (নিঃশেষ না করা পর্যন্ত ) ছাড়েনা। * যখন কারো বিদ্যা পুর্ণতা পায় তার কথা ( অতিরিক্ত ) হ্রাস পায়। * "যে ভুল করে, সে মানুষ। যে ভুলের উপর স্থির থাকে, সে শয়তান।আর যে ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় সে মুমিন.!" * ❖ বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামীর কোন সীমা নেই। ❖ জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ। ❖ বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে। ❖ পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। ❖ ভূল করা দোষের কথা নয় বরং ভূলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়। ❖ মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না। কারণ, বন্ধুত্ব স্থাপনই অর্থাপর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। ❖ মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ কর না। ❖ তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো। ❖ আহমকের সাথে তর্ক কর না। কারণ, মানুষ হয়ত দুজনের মাঝে পার্থক্য করতে ভূল করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ