ACCA কোর্সটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই।ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স পড়ার পাশাপাশি কি এই কোর্স করা যায়।এই কোর্স শেষ করতে কত বছর, কত টাকা খরচ ও কোথায় করলে ভাল হবে বিস্তারিত জানতে চাই।আর এটি শেষ করলে কি সহজে ভাল জব পাওয়া সম্ভব? সবকিছু বিস্তারিত বললে উপকৃত হতাম।
Share with your friends

ACCA এর পূর্ণরূপ হলো এসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড একাউন্টেন্টস। এটা CA, ICAB, ICMAB, CIMA, CPA এর মত প্রফেশনাল একাউন্টিং বডি। যা ‍বিশ্বর সবচেয়ে বড় এবং পুরাতন একাউন্টিং বডি।

Talk Doctor Online in Bissoy App

জি, ন্যাশনাল ভার্সিটিতে পড়ার পাশাপাশি ACCA পড়া যায় কিন্তু এটি অত্যন্ত ব্যায়বহুল এবং করতে অনেক সময় লাগে কিন্তু একবার পাস করে বের হুতে পারলেই আপনি মোটা অংকের বেতন পাবেন। যদি আপনি মেধাবী হন তাহলে আপনার ২-৩ বছর লাগবে কিন্তু কোর্সটি খুব কঠিন হওয়ার কারণ অধিকাংশে ৫-৬ আবার অনেকের ৭-৮ বছরও লাগে। টাইম লিমিট ১০ বছর। যদি কোনো বই না কিনে নিজে পড়েন এবং কোনো সাবজেক্ট বা সেমিস্টার রি-টেক না দেন তাহলে সব শেষ করতে সারে তিন থেকে ৪ লাখ টাকা লাগবে। নিচে ডিটেল দিচ্ছি এই কোর্স সম্পর্কে, পুরোটা ধৈর্য ধরে পড়ুন; আশা করি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন । 

Professional accountants এর জন্য ACCA (Association of Chartered Certified Accountats) হচ্ছে global body | ১৯০৪ সালে London এ ৮ জন accountants ACCA গঠন করেন | ACCA যেসব course গুলো provide করে আসছে তা হলো ACCA, CAT (Certified Accounting Trainee), FIA (Foundation in Accountancy ) & আরও অনেক accounting related course |  আমাদের দেশে যেমন education board আছে ঠিক তেমনি accountants এর জন্য ACCA governing body | প্রশ্ন তৈরি, খাতা দেখা, result দেওয়া সব  কিছুই ACCA একান্তভাবে করে থাকে | British Council তাদের হয়ে শুধুমাত্র exam নিয়ে থাকে|

ACCA তে EXAM ২ ধরনের হয়ে থাকে | CBE (Computer based exam) এবং Paper based exam | ACCA / FIA এর প্রথম দিকের paper গুলো CBE দেয়া যায় | CB exam আপনার ইচ্ছা মত date fixed করে দিতে পারবেন | আর paper based exam বছরের June session ও December session এ হয় থাকে | এজন্য জুন ও ডিসেম্বর এ CB exam অনুষ্ঠিত হয় না | LCBS ও British council এ দুটি আমাদের দেশের CB exam center |

ACCA তে মোট ১৪ টা subjects | এর মধ্যে ৯ টা subjects পাস করলে Oxford Brooks University BSc (Hons) Degree প্রদান করে| এর জন্য আপনাকে thesis paper জমা দিতে হবে | Thesis paper approved হলেই আপনি ডিগ্রী পাবেন | 

 আপনার যদি Degree বা hons. থাকে তাহলে ACCA এর প্রথম ৩ টা paper exemption পাবেন আর মাস্টার্স করা থাকলে প্রথম ৬ টা paper এ exemptions পেতে পারেন | আসলে Exemption দেওয়াটা নির্ভর করে ACCA এর উপর | যে কয়টি paper এ exemption পাবেন সে কয়টি paper আপনার exam দিতে হবে না কিন্তু সে কয়টি paper এর জন্য fees pay করতে হবে|

আমাদের দেশে অনেক student ACCA পড়তে আগ্রহী যার অন্যতম কারণ এর flexible entry route | আর একটি কারণ সেটা হচ্ছে open secret, ACCA শেষে মোটা অঙ্কের salary সহ high post এর job পাওয়া যায় | যদিও ACCA পড়ার উদ্দেশ্য কেবলমাত্র যান অর্জনই হওয়া উচিত, জানার জন্য পড়া উচিত | সে যাই হোক proper guidance না থাকায় ঝরে পড়ার সংখ্যাও কম নয়|

বর্তমানে আমাদের দেশে অনেক tuition provider আছে যারা ACCA এর course সমূহের tuition দিয়ে থাকে| ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা এসব tuition provider এর মাঝে confusion / ধোঁকায় পরাটাই স্বাভাবিক | যদিও এদের মধ্যে হাতে গুনা কয়েকটি প্রতিষ্ঠান ACCA এর অনুমোদিত tuition provider | এরা প্রত্যেকেই newspaper এ মনমুগ্ধকর  বিজ্ঞাপন দিয়ে থাকে | বেশির ভাগ addvertisment এ দেখা যাই ACCA ২.৫-৩ বছরে শেষ করা যাই | কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, যদি ACCA কে হালকা ভাবে নেই | যেমন ACCA IELTS এর  মত  বা university degree এর মত | University তে ভর্তি হলে একটা guarantee থাকে  যে ৪ বছর পর certificate হাতে আসবে কিন্তু ACCA তে পড়লে নিশ্চিতভাবে বলা যায় না কত সময় লাগবে| বলা বাহুল্য ACCA একটি professional Degree |conceptual এবং scenario based question হয়, ফলে বই থেকে কখনই হুবহু question common পরে না |  fail হতেই পারে but never quit | আসলে  পড়া লেখাটা সম্পূর্ণ নিজের কাছে | এমন অনেককে দেখা গেছে তাদের previous result মোটেও ভালো ছিল না কিন্তু ACCA তে খুব ভালো করছেন |

Registration/Admission নেওয়ার আগের কিছু বিষয়: আমাদের HSC / any exam এর পর একটা লম্বা ছুটি থাকে, ছুটি তে আপনি IELTS / business course করে রাখতে পারেন| এর সাথে সাথে ACCA / FIA এর বই গুলো collect করে পড়তে পারেন | আপনি যদি British council library এর member হন তাহলে easily বই পাবেন | member না হলেও problem নাই, চলে যান ACCA বাংলাদেশ office এ অথবা নীলক্ষেত থেকে বই কিনে নিতে পারেন | University Book House ও Book Village সারা নীলক্ষেতে ACCA এর বই supply দিয়ে থাকে | এদের কাছ থেকে ১৫০-৩০০ টাকায় বই পাবেন |  আর যদি Original বই চান তাহলে contact করুন Zamzam Books Ltd. Flat No: 44/F/8/A West Panthapath, 2nd Floor, Dhaka. PH: 01676518945, 01759400127. 

এ কথা বলছি কারণ ACCA তে টাকা দিলেই ভর্তি হওয়া যাই কোনো প্রকার admission টেস্ট দিতে হই না| exam এর সময় বই এর every chapter মাথায় রাখতে হয়, concept clear রাখতে হয় তবেই exam এ ভালো করা যাই| এজন্য নিজেকে judge করুন|

২.৫-৩ বছরের long term planning না করে short term planning করে অর্থাৎ Subject by Subject আরো specific ভাবে বলা যাই day to day planning করে অর্থাৎ chapter by chapter পড়ে এগিয়ে যাওয়াটা better |

ACCA তে admission / Registration নেওয়ার আগে tuition provider এর নিকট পড়া উচিত | কারণ Registration এর পরপরই CB exam দেওয়া যাই | সুতরাং আগে থেকে পড়ে syllabus শেষ করেই Registration করেই CB exam দিলে ACCA শেষ করতে কম সময় লাগবে| 

একই tuition provider এ সব Subject এর teacher ভালো পাওয়াটা ভাগ্যের বাপার | সুতরাং Subject wise best teacher খুঁজে নিন |   

ACCA পরার ক্ষেত্রে আপনার financial দিকটাও নজরে আনতে হবে | every semister এ ACCA তার exam এবং annual fees বাড়াচ্ছে | এছাড়া এক একটি tuition provider এক এক রকম course fees নিয়ে থাকেন | Tuition Provider কে আপনি package অর্থাৎ FIA এর ৭ subjects /ACCA এর ৯ subjects এর টাকা এক সাথে payment করতে পারেন সেক্ষেত্রে Tuition Provider concession করে | তবে package option এ না যাওয়াই ভালো | কারণ মাঝ পথে কোনো কারণে ACCA ছেড়ে দিতে চাইলে সেক্ষেত্রে course fees এর টাকা non refundable এবং non transferable |  

আর একটি কথা ACCA তে প্রতি বছর বছরের শুরুতে Annual fees দিতে হয়| বছরের শুরুতে অর্থাৎ January February তে Registration / admission নেয়াটা ভালো | যদি আপনি বছরের মাঝামাঝিতে অর্থাৎ June - December এ মধ্যে ভর্তি হন তাহলে আপনাকে সামনে বছর আবার Annual fees pay করতে হবে | 

সুতরাং সব দিক লক্ষ রেখে নিজেকে ACCA এর প্রতি ১০০% dedicated করে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করেন |

এবার আসি acca তে admission এর বাপার এ| admission হতে হলে আপনাকে ACCA এর বাংলাদেশের অফিস থেকে আপনি ACCA এর যে কোর্স(ACCA /FIA) ভর্তি হতে চান তার admission/ registration form কালেক্ট করুন |

পূরণ-কৃত form ও এর photocopy, admission/registration fees এর সমপরিমাণ টাকা, passport / national ID card ও এর photocopy এবং ২ copy passport size recent photo নিয়ে জনতা ব্যাঙ্ক / সোনালী ব্যাঙ্ক এর মতিঝিল branch চলে যান| সম্ভবত আপনাকে Bank এ account খুলতে হতে পারে|

ACCA UK এর address এ  acca registration fees জনতা bank / সোনালী bank এর মাধ্যমে ড্রাফট করতে হবে|

পূরণ-কৃত acca registration form ও ড্রাফট DHL এর মাধ্যমে UK পাঠাতে হবে | ১৫ -১৬ কর্ম দিবসের মধ্যে acca আপনাকে confirmation mail পাঠাবে | এরপর আপনার registration number ও passward দিয়ে MYACCA log in করতে পারবেন |

এছাড়া আপনি  visa / master card এর মাধ্যমে net এ বসেই online registration করতে পারেন | visa ও master card এর জন্য আপনি Estern bank অথবা Dutch Bangla bank এর help নিতে পারেন |

বিস্তারিত জানতে visit করুন www.accaglobal.com এ| এখানে ACCA এর entry requirement, course সমূহ, course fees, syllabus, subjects সম্পর্কে জানতে পারবেন |  

কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন ^_^ আমি আমার সাধ্যমত সাহায্য করবো।  

Talk Doctor Online in Bissoy App