শেয়ার করুন বন্ধুর সাথে

ছন্দের বিন্যাস এবং অন্ত্যমিলের বিভিন্নতা অনুসারে বিশুদ্ধ পয়ার ছন্দকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা: ক) লঘু পয়ার, খ)পর্যায়সম পয়ার, গ) মধ্যসম পয়ার, ঘ) তরল পয়ার ও ঙ) মালঝাঁপ। পরবর্তী কালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আধুনিক চিন্তাধারার সঙ্গে সঙ্গতি রেখে পয়ারের প্রথম ছত্রে বা দ্বিতীয় ছত্রে চৌদ্দটির পরিবর্তে এক বা একাধিক সংখ্যক বর্ণ কমিয়ে বা বাড়িয়ে অথবা চরণের শেষে ভাবের আংশিক বা সামগ্রিক পরিসমাপ্তি না ঘটিয়ে চরণ থেকে চরণান্তরে আংশিক বা সামগ্রিক পরিসমাপ্তি ঘটানোর প্রয়োজনীয়তায় ভিন্ন ভিন্ন পয়ার ছন্দের সৃষ্টি করা হয়। যেমন : ক) প্রবহমান পয়ার খ) প্রবহমান পর্যায়সম পয়ার গ) প্রবহমান মধ্যসম পয়ার ঘ) হীনপদ পয়ার ঙ) মহাপয়ার চ) প্রবহমান মহাপয়ার ছ) পর্যায়সম মহাপয়ার জ) মধ্যসম মহাপয়ার ঝ) বিশাখ পয়ার এবং ঞ) ভঙ্গ পয়ার। https://www.facebook.com/notes/samar-kumar-sarkar/%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%96%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1-/994547647246541/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ