আমরা জানি, প্রত্যেক বলের একটি বিপরীত্মুখী ও সমান প্রতিক্রিয়া আছে।

কিন্তু মহাকর্ষ বলের বিপরীত্মুখী বল কি আছে? কেন আমরা মহাকর্ষ বলের সমান বল বিপরীত মুখী প্রয়োগ করে মহাকাশে ছিটকে পড়ি না?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

না । এর কোন বিপরীত প্রতিক্রিয়া নেই ।কারন সূর্য ও পৃথিবীর আকর্ষণকে মহাকর্ষ বলে । সূর্য পৃথিবীর উপর কোন বল প্রয়োগ বা আঘাত করে না ।আর তাই এর বিপরীক প্রতিক্রিয়া নেই ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মহাকর্ষ মানেই দুটি বস্তুর পরস্পরের প্রতি আকর্ষন শক্তি এক্ষেত্রে এর সাথে কোনো বিপরীত মুখী ক্রিয়া বা বিকর্ষন সম্পর্কিত নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মহাকর্ষের কোনো বিপরীত শক্তি নেই।যদি থাকত তবে সূর্য , পৃথিবীকে চাপ প্রয়োগ করত।তাই মহাকর্ষের বিপরীত শক্তি নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MHizbullah

Call

মহাকর্ষের বিপরীত কোনো ক্রিয়া নেই ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমার মনে হয় আছে, পৃথিবী সূর্যের চারপাশে বৃত্তাকার পথে ঘুরছে । এ ঘূর্ণনের ফলে পৃথিবী ও সূর্যের মাঝে বিকর্ষণ বলের উদ্ভব হয়, অর্থাৎ পৃথিবী দূরে ছিটকে যেতে চায় । এ ধর্ম মহাকর্ষের বিপরীত ।  পৃথিবী এখন এমন অবস্থানে আছে যেখানে এই আকর্ষণ ও বিকর্ষণ বলের মান সমান । তাই পৃথিবী সূর্য থেকে দূরে ছিটকে পড়ছে না । দুরত্ত বাড়লে আকর্ষণ কমে তথা বিকর্ষণ বাড়ে  এবং এক সময় মহাকর্ষের সীমানার বাইরে চলে গেলে সেখানে কোন আকর্ষণ বল কাজ করে না । তবে আমার এটাও মনে হয় যে, স্থির বস্তুর মধ্যবর্তী আকর্ষণ ও বিকর্ষণ বল সমান হওয়ায় তারা পরস্পর বাদ হয়ে যায় এবং তাই স্থির বস্তুর বাহ্যিক কোন আকর্ষণ বা বিকর্ষণ বল নেই । আর তাই পৃথিবীর আকর্ষণে সকল বস্তু পৃথিবীর অভিকর্ষ সীমানায় এসে ভূপৃষ্ঠে আটকে যায় ।কারণ তাদের কোন বল নেই, যদিও পৃথিবীর অভিকর্ষ বল আছে । এ বৈশিষ্ট্যগুলোর পিছনে অবশ্যই কোন বল কাজ করে । সেটাকে আমরা অভিকর্ষের বিপরীত বল বলতে পারি । আর এ থেকে আপনার প্রশ্নের উত্তর হল আপনার যথেষ্ট বেগ নেই । তাই আপনি এমন বল তৈরি করতে পারেন না যা দ্বারা আপনি অভিকর্ষ বল উপেক্ষা করে ছিটকে যাবেন । যদি আপনার রকেটের মত গতি বা বেগ থাকত তবে আপনি পৃথিবী থেকে ছিটকে, যেতেন । আর ক্রিত্তিম উপগ্রহ বা চাদের মত বৃত্তাকার পথে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকতেন ,তথা ছিটকেও যেতেন না আবার নিকতে যেতেন না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ