Unknown

Call

চার্লস গ্লোভার বার্কলা যখন পরমাণু কর্তৃক এক্স রশ্মি নির্গমনের পরীক্ষা করছিলেন তখন তিনি দেখতে পান যে তার পরিক্ষিত পরমাণুটি ২ ধরণের এক্স রশ্মি বিকিরণ করছে। তিনি অধিক শক্তিসম্পন্ন এক্স রশ্মির নাম দেন A এবং অপরটির নাম দেন  B. কিন্তু পরবর্তীতে তার মনে হলো A'র চাইতেও বেশি শক্তিসম্পন্ন এক্স রশ্মি থাকলে তার নাম দেয়া জটিল হয়ে যাবে। তাই তিনি রেন্ডমলি একে K নাম দেন। পরে জানা যায় K স্তর থেকেই সর্বোচ্চ শক্তিসম্পন্ন এক্স রশ্মি নির্গত হয়, পরমাণু এর চেয়ে বেশি শক্তিসম্পন্ন এক্স রশ্মি বিকিরণ করতে পারেনা। ততদিনে K, L, M, N টার্মগুলো প্রচলিত হয়ে যায়। প্রয়োজন না থাকায় কেউ শুধুশুধু এগুলো পরিবর্তনও করতে চাননি।

Talk Doctor Online in Bissoy App