শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রথম কাজ চোখ ডলা না দেওয়া।

 হাতের কাছে ঠান্ডা পানি

থাকলে চোখে পানির ছিটা দেওয়া।

তাও যদি হাতের কাছে না পান তো

নরম কাপড় মুখের ভিতর দিয়ে ফু দিবেন

দেখবেন এক ধরনের গরম হয়ে গেছে কাপড় টা

ওই কাপড় টা তখন চোখে দিয়ে ভাপ দিতে পারেন

আশা করা যায় আরাম পাওয়া যাবে 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
rjrahman

Call

প্রথমত কোন অবস্থাতেই চোখ কচলানো অথবা ময়লা হাত দিয়ে চোখের ভেতর পরিষ্কার করা যাবে না। এতে চোখের যত্নের পরিবর্তে উল্টো আরও ক্ষতি হতে পারে। এরপর পরিষ্কার পানির ঝাপটা দিতে হবে। এতে উপকার না পেলে কটন বাড বা তুলো একটু পেঁচিয়ে অন্যের সাহায্য নিয়ে ফরেন বডিকে আলতো করে বের করে আনার চেষ্টা করতে হবে। বের করে আনা গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক মলম ও ব্যান্ডেজ প্যাড দিয়ে একদিন ঐ চোখ ঢেকে রাখাটাই উত্তম। আর বের করা না গেলে বা ক্ষতিকর কিছু পড়লে দ্রুত চক্ষু হাসপাতালে অথবা চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে।।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ