Share with your friends
Unknown

Call

ইনকর্পোরেটেড কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদের জন্য কোনো শর্ত বা বাধা প্রদান করেনা।

Ltd. ছোট বা মাঝারী কোম্পানির ক্ষেত্রে এবং Inc. বড় ধরনের কোম্পানির ক্ষেত্রে মানানসই।

ইনকর্পোরেটেড কোম্পানি লিমিটেড কোম্পানির চেয়ে বেশি বিজনেসের মালিক হয়ে থাকে।

ইনকর্পোরেটেড কোম্পানির স্টকহোল্ডার, ডাইরেক্টর এবং অফিসারবৃন্দ কোম্পানির দেনা, জরিমানা বা অন্যান্য অবলিগেশনের জন্য দায়বদ্ধ নন।

Talk Doctor Online in Bissoy App
AbdulHalim

Call

কর্পোরেশন আর লিমিটেড কোম্পানি এর কয়েকটি পার্থক্য দেখুনঃ

১।কর্পোরেশন এর শেয়ার হোল্ডারসরা কেবল ডিরেক্টর নির্বাচন করতে পারে তারা কোন ডিসিশান  দিতে পারে না আর কোম্পানি শেয়ারহোল্ডারসরা নিজেদের থেকে ডিরেক্টর নির্বাচন করতে পারে ফলে তারা সিদ্ধান্ত গ্রহনে অংশ নিতে পারে। 

২।কর্পোরেশন এর ঋণের জন্য তার শেয়ারহোল্ডারররা দায়ী থাকে না কিন্তু কোম্পানী শেয়ারগ্রাহকরা তাদের শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায়ের জন্য দায়ী থাকে।

৩।কর্পোরেশন রাষ্ট্রীয় আইন দ্বারায় গঠিত,নিবন্ধিত এবং পরিচালিত হয় আর কোম্পানি ১৯৯৪ সালের কোম্পানি আইন দ্বারায় গঠিত,নিবন্ধিত এবং পরিচালিত হয়। যেমনঃ বাংলাদেশ পাটকল কর্পোরেশন, বাংলাদেশ চিনিকল কর্পোরেশন ইত্যাদি যা সরকারি প্রতিষ্ঠান এবং দেশীয় আইনে প্রতিষ্ঠিত ও পরিচালিত অন্যদিকে প্রাণ (আরএফএল) কোম্পানি লিমিটেড যা কোম্পানি আইনে গঠিত।

Talk Doctor Online in Bissoy App