শেয়ার করুন বন্ধুর সাথে
rjrahman

Call

কোলনে কিংবা রেক্টামে যে ক্যান্সার বাসা বাঁধে তাকে কোলোরেক্টাল ক্যান্সার বলে।।। এর লক্ষন গুলো হলো ১. পায়খানার সাথে লাল বা গাঢ় লাল রঙের রক্ত দেখা গেলে। ২. পেত ব্যথা বা ফেঁপে ওঠা, হজমে সমস্যা ও অরুচি। ৩. পায়খানায় যে কোন ধরনের পরিবর্তন যেমন কোষ্ঠকাঠিন্য,ঘন ঘন পায়খানা এমনকি ডায়রিয়া। ৪.স্বাভাবিক এর থেকে অতিরিক্ত পায়খানা হলে। ৫. মলাশয়ে ঘা বা অনবরত পেট ব্যথা। ৬. লিভার জনিত বিভিন্ন অসুখ যেমন জন্ডিস, লিভারে পানি জমা হওয়া ইত্যাদি।। কোলন এবং রেক্টাম ক্যান্সার বিভিন্নভাবে বিকশিত হতে পারে। মল ও মলদ্বারে রক্তপাত হলে দ্রুত চিকিৎসা নেয়া জরুরি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ