আমার laptop ta তোসিবা কোম্পানির বিদেশ থেকে আনা।এখন যখন laptop নতুন এনেছিলাম তখন wifi দিয়ে ইন্টারনেট ব্যবহার করতাম। এখন windows 8 setup দেওয়ার পর wifi এর অপশন টা নাই,একজন কে বললাম যে কি করব, তিনি বলছেন মাদারবোর্ডের সিডি সেটাপ দিতে। কিন্তু আমার ত মাদারবোর্ডের সিডি আনে নাই বিদেশ থেকে। এখন কি করব?
Share with your friends

সিডি দ্বারা সেটআপ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তবে মাদারবোর্ডের সিডি বিদেশ থেকে আনা আবশ্যক নয়। আপনি এটা যে কোনো কম্পিউটারের দোকানে খুঁজলেও পাবেন। জাস্ট মাদারবোর্ডের সিডি বললেই হবে। সাথে উইন্ডোজ ভার্সনও বলে দেবেন। দোকান থেকে মাদারবোর্ডের সিডি কিনেই সেটআপ দিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
jinkuuu

Call

হা পারবেন, 

আপনার সিডির দরকার পরবে না... 

3DP Chip নামে একটি Software পাওয়া যায়, তা ইন্সটল দেন ..... Automatic মাদারবোর্ড এর Driver গুলা Detect করে আপনাকে ইন্সটল দিতে বলবে ,

আর যদি নেট স্প্রিড ভালো থাকে,

Driverpack solution টা নামিয়ে নিন 

Thanks 

Talk Doctor Online in Bissoy App