আমারা তিন জন ৬ শতক জমির মালিক তার মধ্যে দুই জন অন্য লোকের সাথে ৬ শতক জমি বিনিময় করেছে। প্রশ্ন হলো তারা দুই জন জমির মালিক ৪ শতক কিন্তু তারা আমারটি সহ বিনিময় করে পেলেছে।  তারা দলিলও দিয়েছে কিন্তু আমি দলিলও দিইনি বিনিময়ও করিনি।  এখন আমি আইনত আমার দুই শতক বিনিময়ের  পূর্বের জায়গায় দাবি করতে পারি কি?? যদি পারি তাহলে কি ভাবে?? না পারলে কেন নয়??


শেয়ার করুন বন্ধুর সাথে