শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

তুরীয় শব্দের বাংলা অর্থ তুরীয়, তুর্য [ turīẏa, turya ] বিণ. ১. চতুর্থ; ২. চরমোত্কর্ষপ্রাপ্ত; ৩. মায়ার অতীত (তুরীয় অবস্হা)।;☐ বি. (বেদান্ত দর্শ.) মায়ার অধীন বিরাট, হিরণ্যগর্ভ, ঈশ্বর-এই তিনের পরবর্তী চতুর্থ তত্ত্ব যা মায়ার অতীত অর্থাত্ পরব্রহ্মসহ অভেদ সম্পর্কযুক্ত আত্মা।;[সং. চতুর্ (চার) + ঈয় (নি.)]।;তুরীয় বর্ণ বি. শূদ্র।;তুরীয়ানন্দ বি. ১. তুরীয়াবস্হার আনন্দ; ২. (কৌতু.) আত্মহারা অবস্হা (‘আমি তুরীয়ানন্দে ছুটে চলি: নজরুল)।;[তুরিয়ো] (বিশেষ্য) ১ সমাধিস্থ; সমাধির বিশেষ অবস্থা (হঠাৎ তুরীয় অবস্থা প্রাপ্ত হইলেন-রাজশেখর বসু (পরশু))। ২ পরমব্রহ্ম; ব্রহ্ম। □ (বিশেষণ) ১ চতুর্থ (তুরীয় বর্ণ)। ২ চরমোৎকর্ষপ্রাপ্ত। ৩ মায়ার অতীত; চৈতন্যাবস্থা। ৪ দ্রুত; ত্বরান্বিত; শীঘ্র। তুরীয় বর্ণ (বিশেষ্য) চতুর্থ বর্ণ; শূদ্র। তুরীয়ানন্দ (বিশেষ্য) ১ দিব্যোন্মাদ অবস্থা; তুরীয় অবস্থার আনন্দ (আমি তুরীয়ানন্দে ছুটে চলি একি উন্মাদ, আমি উন্মাদ-কাজী নজরুল ইসলাম)। ২ ((ব্রজবুলি)) (মাদক দ্রব্যের প্রভাবে) মত্ততা; আত্মহারা অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) চতুর্‌+ঈয়(ছ)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ