শেয়ার করুন বন্ধুর সাথে
Jobedali

Call

বহুব্রীহি সমাসের গাণিতিক গঠন

১. সাধারণ বহুব্রীহি

* বিশেষ্য+ বিশেষ্য+ যার=বহুব্রীহি সমাস

* বিশেষ্য+ সপ্তমি বিভক্তি+ বিশেষ্য+ যার=বহুব্রীহি সমাস

* বিশেষণ+ বিশেষ্য+ যার=বহুব্রীহি সমাস

* বিশেষ্য + র/এর + দিকে/সাথে+ বিশেষ্য+ যার=বহুব্রীহি সমাস

* বিশেষ্য + বিশেষ্য + যে = বহুব্রীহি সমাস

* বিশেষ্য + ক্রিয়াপদ + যে=বহুব্রীহি সমাস

* বিশেষ্য+ ক্রিয়া +যিনি=বহুব্রীহি সমাস

* বিশেষ্য+ ক্রিয়া +যিনি=বহুব্রীহি সমাস

* সংখ্যা + বিশেষ্য+ র/এর + বিশেষ্য +যার=বহুব্রীহি সমাস

  অথবা সংখ্যা + বিশেষ্য+ যে + বিশেষ্য +র/এর=বহুব্রীহি সমাস

২. সমানাধিকরণ বহুব্রীহি

* বিশেষণ + বিশেষ্য +যার =সমানাধিকার বহুব্রীহি সমাস

৩. ব্যাধিকরণ বহুব্রীহি

* বিশেষ্য+ বিশেষ্য/ক্রিয়া বিশেষ্য+ যার = ব্যাধিকরণ বহুব্রীহি সমাস

৪. ব্যতিহার বহুব্রীহি

* বিশেষ্য-বিভক্তি+বিশেষ্য-বিভক্তি+ যে+ ক্রিয়াবিশেষ্য /নামক্রিয়া =ব্যতিহার বহুব্রীহি সমাস

৫. মধ্যপদলোপী বহুব্রীহি

* বিশেষ্য+ র/এর + সহিত বর্তমান = মধ্যপদলোপী বহুব্রীহি সমাস

* বিশেষ্য+ বিশেষ্য+ দেয়া হয় যে অনুষ্ঠানে = মধ্যপদলোপী বহুব্রীহি সমাস

৬. প্রত্যয়ান্ত বহুব্রীহি

* বিশেষ্য + বিশেষ্য +প্রত্যয়+যার = প্রত্যয়ান্ত বহুব্রীহি

৭. অলুক বহুব্রীহি

* বিশেষ্য + বিভক্তি + বিশেষ্য + যার = অলুক বহুব্রীহি (বিভক্তি লোপ পায় না)

৮. সংখ্যাবাচক বহুব্রীহি

* সংখ্যাবাচক বিশেষ্য +বিশেষ্য + প্রত্যয়+যার = সংখ্যাবাচক বহুব্রীহি

৯. নঞ বহুব্রীহি

* বিশেষ্য+ নাই/+যাতে=নং/নঞ বহুব্রীহি সমাস অথবা নাই +বিশেষ্য+ যার=নং/নঞ বহুব্রীহি সমাস

* নয়+ বিশেষ্য + (যার) =নং/নঞ বহুব্রীহি সমাস

* ন (নয় করা যায়) + বিশেষ্য+ যা=নং/নঞ বহুব্রীহি সমাস

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ