আমি একজন ডানহাতি লেগস্পিনার।আমরা জানি বাহাতি স্পিনারদের সুবিধা বা গুরুত্ব বেশী দেওয়া হয়। আর তাদের ব্যাটিংএ ভুমিকা রাখাটা মুখ্য ব্যাপার না। শুধু বোলিং ঠিকমত করলেই চলে। এখন অনেকে বলতে পারেন আমারও শুধু বোলিংটা ভালো করলেই চলবে, তবে আসলেই কি তাই? গুরুত্ব কে কেউ দিবে? লেগস্পিন তো বাদই দিলাম যারা ডানহাতি স্পিনার থাকে, তারা প্রায় সবাই ব্যাটিংেএ অবদান রাখে বা ব্যাটিংএ কিছুটা ভরসা করা হয়। তবে আমি চাই আমার উপর কেউ ব্যাটিংএ ভরসা রাখবে না। তো আমি যদি ডানহাতি লেগস্পিন বা অফস্পিন দুটোই পারি, আর সেটা খেলায় প্রয়োগ করার ক্ষমতা রাখি, তাহলে কি কোনো বাহাতিদের যেমন গুরুত্ব দেওয়া হয় তেমন গুরুত্ব পাব? অনেস্টলি অ্যানসার চাই। বাস্তব বিষয়টা মাথায় রেখে দয়া করে উত্তরটা দিবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে