তথ্য প্রযুক্তি শব্দ দুইটি একসাথে ব্যবহৃত হলেও এদের আভিধানিক ও প্রায়োগিক অর্থে বেশ পার্থক্য বিদ্যমান! ইনফরমেশন বা তথ্য হলো সুশৃঙ্খল ভাবে সাজানো ডাটা যা সহজবোধ্য অর্থবহ কার্যকর ও ব্যবহারযোগ্য! আর প্রযুক্তি হলো আধুনিক জীবনযাত্রায় ইলেকট্রনিক্স যন্ত্রপাতির সমন্বয়ে এমন একটি মিশ্র পদ্ধতি যার মাধ্যমে জীবনযাত্রা পূর্বের তুলনায় আরো সহজ হয়ে ওঠে! তথ্য শব্দটির ইংরেজি পরিভাষা হলো 'Information'! ইংরেজি ইনফর্মেশন শব্দটি ল্যাটিন শব্দমূল'Informatio' থেকে উৎপত্তি লাভ করেছে! এই শব্দটির ক্রিয়ামূল'Informate'; যার অর্থ কাউকে কোন কিছু অবগত করা, পথ দেখানো, আদান-প্রদান ইত্যাদি! তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায়- কোন বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডাটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে তথ্য বা ইনফরমেশন বলে! ইনফরমেশন নির্ভুল সংক্ষিপ্ত ও প্রয়োজনীয় হওয়া আবশ্যক!

তথ্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণ এর সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয়! সংক্ষেপে প্রযুক্তিকে আইটি(IT) বলা হয়! বিভিন্ন ইলেকট্রনিক্স প্রযুক্তির সাথে মিলেমিশে তথ্য প্রযুক্তির বিকাশ ঘটলেও এতে সবচেয়ে বেশি অবদান রেখেছে কম্পিউটার! পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তি উদ্ভাবনের ফলে সমগ্র বিশ্বটিই এখন এক বিশাল তথ্য ভাণ্ডারে পরিণত হয়েছে! প্রতিদিন মানুষের জীবনের নতুন নতুন তথ্যের সমাবেশ ঘটেছে! ফলে তথ্যের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে! বিভিন্ন কাজে মানুষের সক্রিয় অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় সময়ে উপযুক্ত তথ্য পাওয়ার গুরুত্ব বেড়ে যাচ্ছে! কারণ মানুষের নিজের পক্ষে সব তথ্য মনে রাখা বা হাতের কাছে পাওয়া সম্ভব হয় না! আর এ জন্য প্রয়োজন উপযুক্ত প্রযুক্তি, যার মাধ্যমে মানুষ সহজে ও দ্রুততম সময়ে তথ্য পেতে পারে! তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে একটি ছোট কম্পিউটার বা টার্মিনালের মাধ্যমে দূরের কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়! ফলে খুব দ্রুত তথ্য আদান-প্রদান করা সম্ভব!


এরকম তথ্য প্রযুক্তি সম্পর্কে আরো তথ্য জানতে আমাকে ফলো করে রাখুন!


Share with your friends