স্যার বর্তমানে একটা পজ্ঞাপনে দেখলাম প্রাইমারির ভাইবাতে একাডেমিক রেজাল্ট এর উপর যে ১০ মার্ক সেটা SSC ও HSC , তে ৪ নাম্বার করে যদি ৩ পয়েন্ট এর নিচে হয় তাহলে ৩ নাম্বার করে পাবে। ডিগ্রি তে ২ নাম্বার ৩ পয়েন্ট এর নিচে থাকলে ১ নাম্বার পাবে। এখানে ৩ পয়েন্টের নিচে থাকার কারনে ১ নাম্বার করে ১ কাটা যাচ্ছে। এখন ভবিষ্যতে এমন কোনো নিয়ম করার সম্ভবনা আছে যে ৩ পয়েন্ট নিচে হলে ২ নাম্বার করে কাটা যাবে। কারন আমার HSC ও ডিগ্রিতে ৩ পয়েন্ট এর নিচে। যদি ২ নাম্বার করে কাটা যায় তাহলে আমার ৪ নাম্বার কাটা যাবে। এ বিষয়টা নিয়ে খুব টেনশনে আছি স্যার। যদি ৪ নাম্বার কাটা যায় তাহলে চাকরি পাওয়া একেবারে অসম্ভব। প্লিজ  মতামত দিবেন এ বিষয়ে।  সত্যিই কি টেনশনের কারন আছে? 


শেয়ার করুন বন্ধুর সাথে