Call

ভাই শরীরের যে অংশে নাপাকি লাগে সেই অংশ পরিষ্কার করে ফেললেই নামাজ হবে। কিন্তু ভাই অনুরোধ করছি এই হারাম কাজ থেকে ফিরে ইসলামের পরীপূর্ণ পথে আসুন। কারন এখুনি ইবাদত করার সময় যুবক। আল্লাহ তায়ালা যৌবন কালের ইবাদত কে বেশি ভালো ভাসেন। খারাপ পথ থেকে ফিরে আসুন,কারন এক সময় আপনার এই যৌবন থাকবে না বার্ধ্যকে আসবে, যেভাবে আসছে আপনার বাবা দাদাদের,বুড়ো হওয়ার পর ঐ অমুল্য জিবন নিয়ে আল্লাহ তায়ালা পথে গেলে তো আল্লাহ তায়ালা সন্তুষ্ট হবেনা, ভাই,। আরেক টা গুরুত্বপূর্ণ কথা যুবকদের জন্য,,, আল্লাহ তায়ালা বলেছেন যারা যৌবন কালে বিবাহের আগে, যৌন সংশ্লিষ্ট কাজে নিজেকে জড়িত করে তাদের বিবাহিত জীবনে সুখ সান্তি আল্লাহ তায়ালা নষ্ট করে দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ