আসসালামু আলাইকুম, আমি প্রায় ৫ বছর যাবৎ একটা অনেক লো স্পেক এর ল্যাপটপ ব্যাবহার করছি। বর্তমানে আমি সিএসই ১ম সেমিস্টারে অধ্যয়নরত। আমার ল্যাপটপ দীর্ঘদিন ব্যাবহারে আরো বেশি স্লো হয়ে গেছে। সব রকম পন্থা ট্রাই করেও আর ফাস্ট করা যাচ্ছেনা। হার্ডওয়্যারগত ভাবেই দূর্বল। নতুন ল্যাপটপ কেনা আপাতত সম্ভব নয়। এখন আমি এসএসডি লাগানোর কথা ভাবছি। অন্তত যদি কিছুটা ফাস্ট হয়। আমার ল্যাপটপঃ Intel Celeron Dual-Core 2957U (1.4GHz) Ram: 4 GB এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার এই লো প্রসেসরের সাথে এসএসডি লাগালে কী আদো কোন লাভ হবে? নাকি প্রসেসর নিজেই বোটল-নেক হয়ে যাবে!?
শেয়ার করুন বন্ধুর সাথে