Jamiar

Call

যেহেতু মিলনের  যথা সময়েই ইমার্জেন্সি পিল খেয়েছেন সেক্ষেত্রে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবে না। তাছাড়া আজ আপনার মিন্সের মত রক্ত এসেছে সেক্ষেত্রে নিশ্চিত থাকুন আপনি প্রেগন্যান্ট হবেন না।তবে এভাবে অস্বাভাবিক বা অনিয়ম করে মিন্সের রক্তপাত হওয়ার কারন মুলত ইমার্জেন্সি পিল সেবনের কারন । আসলে ইমার্জেন্সি পিল গুলো হলো হরমোনাল পিল যা সেবনের ফলে নারীদের দেহে থাকা দুইটি হরমোন কম বেশি হয় বা তারত্মম্যের সৃষ্টি হয় যা ইমার্জেন্সি পিল এর সাইট ইফেক্ট কারনে এবং অনেকেরি এই সব পিল সেবনের কারনে মিন্স অনিয়মিত হয় আবার কারো অস্বাভাবিক ভাবে হতে থাকে। কারো মিন্সের সময় হতে মিন্স অনেক দিন পিছিয়ে যায় আবার কারো মিন্সের সময় হতে মিন্স কয়েক দিন আগেই হয়ে যায় ।আবার কারো ফোটায় ফোটায় মিন্স হয় যা সহজেই ক্লিয়ার হয় না। কাজেই আপনি অপেক্ষা করুন আসা করি আপনার মিন্স ক্লিয়ার হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ