Share with your friends

LAN থেকে WAN এর সুবিধা বেশি কারণ- ল্যানের ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসের মধ্যে সর্বোচ্চ দূরত্বের সীমা থাকে কিন্তু ওয়ানের ক্ষেত্রে কতকগুলাে ল্যানের বৃহত্তম নেটওয়ার্ক বিভিন্ন ভৌগােলিক দূরত্বে অবস্থিত বিধায় দূরত্বের কোনাে সীমা থাকে না। বড় আকারের ডকুমেন্টের আদান প্রদানের ক্ষেত্রে ওয়ান ব্যবহার করা হয়। ল্যানের সাথে টেলিযােগাযােগের কোনাে সংশ্লেষণ নেই, অপরদিকে ওয়ান প্রযুক্তির একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টেলিযােগাযােগ। এই প্রযুক্তির ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের মডেম ব্যবহার করা যায় কিন্তু ল্যানে কখনাে মডেম ব্যবহার করা যায় না। তাই LAN থেকে WAN এর সুবিধা বেশি।

Talk Doctor Online in Bissoy App