শেয়ার করুন বন্ধুর সাথে

মাছের পরিপূরক খাবার হলো চাল বা গমের কুঁড়ো, সঙ্গে সরষের বা বাদামের বা তিসির বা নারকেলের খইল সমান ভাবে মিশিয়ে মাছের যে খাবার তৈরি করা হয় তাকেই মাছের পরিপূরক খাবার বলা হয়। এই পরিপূরক খাবারের সঙ্গে কিছুটা পরিমাণে ফিশমিল বা মাছের গুঁড়ো দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে ৫০ ভাগ খইল, ৪০ ভাগ কুঁড়ো এবং ১০ ভাগ গুঁড়ো মাছ মিশিয়ে পরিপূরক খাবার তৈরি করা যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ