শেয়ার করুন বন্ধুর সাথে

জাভা হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড  প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ১৯৯১ সালে সান মাইক্রোসিস্টেমে (sun microsystem) জেমস গসলিং ( James Gosling ) এর নেতৃত্বে একটি টিম জাভা ডেভেলপ করেছিলেন। জাভা এর বেশিরভাগ সিনট্যাক্স সি এবং সি++ থেকে নেয়া। জাভা প্রোগ্রামিং ভাষা সহজ এবং এর  বহনযোগ্যতা (portability), নিরাপত্তা ও  কর্যক্ষমতার কারণে ওয়েব এবং সফটওয়্যার ডেভেলপারদের কাছে জাভা বেশ জনপ্রিয়। জাভার সবচেয়ে বড় সুবিদা হচ্ছে জাভা প্রোগ্রাম যেকোন অপারেটিং সিস্টেমে (Windows, Mac, Linux) রান করানো যায় যা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে করা যায় না। ২০১০ সালে ওরাকল (oracle) সান মাইক্রোসিস্টেমকে কিনে নেয়।

বিস্তারিত এখানে দেখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ