নামের সাথে মিলাই যদি পারেন কেউ উওর দিয়েন নিজ থেকে, কোন কপি কবিতা চাইনা, গুগল থেকে ও না,, কেউ গুগল থেকে কপি করে দিয়েন না,
শেয়ার করুন বন্ধুর সাথে
Call


লিজা নামের মেয়েটিকে
কেউ যদি চায় ভালবাসিতে,
ঘিনঘিন্ করে
আর থাকে শাঁসিতে?

লিজা নামের মেয়েটির পিছে
শত ছেলে দেয় চক্কর!
কোন কথা রাখে না
ছেলেদের সঙ্গে দেয় টক্কর।

লিজা নামের মেয়েটির মনে
নেই যে কোন ভালবাসা,
মেয়ে তো নয়
যেন আস্ত বাঘডাশা??

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লিজা, প্রিয় লিজা,

তোমার জন্য হৃদয়ে আমার

শত ভালোবাসা।

জীবনের যত কষ্ট,

থাকতে পেরেছি ভুলে

শুধু তোমারই জন্যে, ও প্রিয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ