শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কিছু কিছু বিষয় রয়েছে যে গুলো মানুষের ব্যক্তিগত অভিরুচির উপর নির্ভরশিল। আর ব্যক্তিগত অভিরুচি অনেক ক্ষেত্রেই বাবা মা বা পরিবারের অন্য সকল সদস্যের রুচিবোধে প্রভাবিত হয়। এই যেমন কারো বাবা মা নিরামিষাসি। দেখা যায় সন্তানও বাবা মা'র খাদ্যাভ্যাসে প্রভাবিত হয়ে সেও নিরামিষাসি। তেমনি গানের ব্যাপারটিও অনেকক্ষেত্রেই পরিবারের অন্যসব সদস্যের দ্বারা প্রভাবিত। যেমন কারো বাবা মা রোমান্টিক গান, কিংবা রবীন্দ্র সঙ্গীত, কিংবা নজরুল সংগীত, কিংবা পল্লিগীতি যদি এসব গান সবসময়ই বেশি বেশি শোনেন বা অধিকাংশ সময়ই শোনেন দেখা যায় বারংবার শোনতে শোনতে সেই ব্যক্তির রুচি সেই দিকেই ধাবিত হয়। সবসময়ই যে এমনটা হবে তা নয়। কখনো নাও হতে পারে। সুতরাং এটা নিশ্চিত করে বলা মুশকিল যে কেউ যদি রোমান্টিক গান শোনে তবে সে প্রেম করে। হতেও পারে আবার নাও হতে পারে। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ