আমি ২০১৮ সালে HSC পরীক্ষায় কম GPA নিয়ে উত্তীর্ণ হয়েছি আমি আবার ইম্প্রুভ দিতে চাই।আমার প্রশ্ন হলো ইমপ্রুভমেন্ট দিয়ে যদি আমার নাম্বার কম আসে বা ফেল করি তাহলে কি আমার মুল সার্টিফিকেটে ফেল আসবে নাকি ২০১৮ সালের GPA বহাল থাকবে? এবং ISSB তে কি ইম্প্রুভমেন্ট এলাউ করে?? আর একটি প্রশ্ন হলো সামনের ৪/৫ মাসে পড়ে কি আমি ইম্প্রুভমেন্টের সিলেবাস শেষ করতে পারবো/সম্ভব কিনা? দয়াকরে সঠিক নির্দেশনা দিবেন।
Share with your friends

ইম্প্রুভ খারাপ আসলে আগেরটা বহাল থাকবে । 

Talk Doctor Online in Bissoy App
Call

ক. ইম্প্রুভ খারাপ আসলে, ফেইল করলে রিজাল্ট আগের টা বহাল থাকবে। খ. ভালো করে পড়াশোনা করলে ৪/৫ মাসেই আপনি HSC এর সম্পূর্ন সিলেবাস সম্পূর্ণ করতে পারবেন । গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে পড়েন।

Talk Doctor Online in Bissoy App