শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১৮৪০ খ্রিষ্টাব্দে ফরাসী বিজ্ঞানী লুসিয়ান ভিদি এইপ্রকার ব্যারোমিটার আবিষ্কার করেন । এতে কোনোপ্রকার তরল থাকে না । এইপ্রকার ব্যারোমিটার একটি ছোট ধাতব বাক্সে ব্যবহার করা হয়, যা অ্যানিরয়েড সেল নামে পরিচিত । এই বাক্সটি মূলত কপার ও বেরিলিয়ামের মিশ্রণ দ্বারা বানানো হয় । যন্ত্রের ভিতরের বায়ু বের করে নিলে বাইরের বায়ুর চাপে যন্ত্রের কাঁটা প্রভাবিত হয় ও চাপ নির্দেশিত হয় । এটি আকারে ছোট এবং সহজে বহন ও ব্যবহার করা যায় । নৌকা, ছোট বিমান, অফিসে এইপ্রকার ব্যারোমিটার অধিক ব্যবহার করা হয় । হালকা ও ছোট হওয়ায় পর্বতারোহীরা এই ব্যারোমিটার ব্যবহার করে থাকেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ