Intimate 10mg ও Vigorex 50mg এর মধ্যে কোনটা ভাল হবে। আর এটা কি নারী-পুরুষ উভয়ই খেতে পারে??


Share with your friends
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য । উক্ত দুই মেডিসিন এর কাজ একই যা ইরেক্টাইল ডিস্ফাংশনাল চিকিৎসায় ব্যবহিত হয় অর্থাৎ পেনিস উত্থান জনিত সমস্যার জন্য এই মেডিসিন সেবনের পরামর্শ দেওয়া হয়।যাদের পেনিস নিস্তেস হয়ে থাকে সহজেই শক্ত হয় না তাদের ক্ষেত্রে খেতে পরামর্শ দেয় ।কিন্তু নিজে থেকে অভার ডোজ বা কম ডোজ বা অনিয়ম করে ডোজ নিলে অনেক ক্ষতিকারক সমস্যা প্রভাব ফেলে ।কাজেই আপনি চিকিৎসকের কাছে যান আপনার সমস্যা কি দ্রুত বীর্যপাত নাকি পেনিস উত্তেজিত হয় না। এসব জানিয়ে দিয়ে মেডিসিন সাজেস্ট করে নিন। উক্ত দুই মেডিসিন একই কার্যকারিতায় ব্যবহার্য আপানি ডাক্তারের পরামর্শে যেকোণ একটি পিল নিতে পারেন সমস্যা নেই । তবে না না এসব মেডিসিন   নারীদের জন্য না। এসব মেডিসিন শুধুই পুরুষরা খেতে পারবে।আসা করি বুঝতে পারছেন। 

Talk Doctor Online in Bissoy App