আজকাল কিছু হাতুড়ে বিশেষজ্ঞ ডাক্তার বের হয়েছে যারা বই দেখে কিছু ঔষধের নাম জেনেই যত্রতত্র প্রেসক্রিপশন করে যাচ্ছে অথচ তাদের চিকিৎসা আইন সম্পর্কে কোন ধারণাই নেই। কারণ তারা স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে পাশ করা রেজিস্টার্ড ডাক্তার নয়। তাদের এটাও জেনে রাখা জরুরি যে, এর জন্য তাদের মামলা খেয়ে জেলেও যাওয়া লাগতে পারে। তাই সময় থাকতে সাবধান হওয়া জরুরী। এও জেনে রাখা ভালো - চিকিৎসা দিবে স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে পাশ করা একজন রেজিস্টার্ড চিকিৎসক তাও পাবলিকলি নয়। যারা ইতিপূর্বে বই দেখে দেখে বা নিজেদের ক্ষেত্রে নানা সমস্যায় পড়ার পর বা অন্যের প্রেসক্রিপশন দেখে দেখে ঔষধের নাম লিখে যাচ্ছেন তারা আশা করি সবগুলি ডিলিট করবেন। আপনার এই রূপ অজ্ঞতার কারণে আরেক জনের জীবন বিপন্ন পর্যন্ত হতে পারে। কারণ চিকিৎসা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত। তাছাড়া আপনার উপরও নানা অনাকাঙ্খিত বিপদ আসতে পারে।


শেয়ার করুন বন্ধুর সাথে