নবম শ্রেণিতে মেয়েটাকে দেখি। প্রথম দেখায় অনেক ভাল লেগে যায়। তারপর বন্ধু হওয়ার চেষ্টা, ফেসবুক আইডি, হাই হ্যালো, হালকা মেসেজিং। কিন্তু সামনে ঠিকমতো কথা বলতে পারতাম না। কোচিং এর শুরু থেকে শেষ পর্যন্ত লুকিয়ে দেখতাম, সারাদিন ফলো করতাম। ২৪ ঘন্টা মাথায় ঘুরতো। টেস্টের আগে বুঝতে পারে আমি ওকে ফলো করি। অবশ্য আমি একটু আধটু ইঙ্গিতে বলতাম। এরপর এভাবে ফলো করতে মানা করে, এতে নাকি খুব খারাপ লাগে ওর। চলাফেরা করতে অসুবিধা হয়। 
সেদিনের পর আর সামনে যাই নি, কোচিংও বাদ দিছি। আর কখনো দেখারও সৌভাগ্য হয়নি, হবে কি না জানি না। 

এখন একটু দূরে থাকে। অনেকবার গিয়েছিলাম একবার দেখতে শুধু, হয়নি। 

কতদিন (২বছর) আগে তাকে দেখেছিলাম, কিন্তু এখনো মাথায় গেথে আছে, কিছুতেই ভুলে যেতে পারছি না। রাতে ঘুম হয় না, সারাদিন কিছু ভাল লাগে না, ওকে এফবিতে এক্টিভ দেখি, পড়া হয় নাহ, কেমন মানসিক রোগী হয়ে গেছি।
সামনে এক্সাম, আমি মুক্তি চাই, বাট হচ্ছে না, পারছি না :'( :'( :'(

শেয়ার করুন বন্ধুর সাথে