কোয়ান্টাম তত্ত্ব বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই পর্যন্ত ৪ টি মৌলিক বলের সন্ধান পেয়েছেন। ১.তাড়িত চৌম্বক বল ২.সবল নিউক্লিয় বল ৩.দুর্বল নিউক্লিয় বল এবং ৪.মধ্যাকর্ষণ বল। আবার প্রত্যেক বলের ই একটা করে বল বাহী মৌলিক কণা রয়েছে। ১.ফোটন ২.গ্লুয়ন ৩.W ও Z বোসন এবং ৪.গ্র্যাভিটন। এর মধ্যে বিভিন্ন গবেষণায় প্রথম ৩ টি কণার অস্তিত্ব পাওয়া গেছে এবং পর্যবেক্ষণ হয়েছে। কিন্তু গ্র্যাভিটন কণার অস্তিত্ব এখনও পাওয়া যায়নি। কথা হচ্ছে, কণা গুলো কিন্তু বল বাহী কণা। মানে তারা কোন একটা শক্তি নিয়ে বা ঐ শক্তির প্রভাবে চলাফেরা করে। বহণ করা সেই বল বা শক্তিটা আসলে কী? আর এই কণা গুলো যদি মৌলিক কণা হয় তাহলে তারা যা বহণ করে সে গুলো কী? সেই বল বা শক্তিও কি কোন কণার সমষ্টি?


শেয়ার করুন বন্ধুর সাথে