Share with your friends
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।আপনি এই দুইটি মেডিসিনের মধ্যে যেকোন একটিই খেতে পারবেন সমস্যা নেই। দুইটাই সেইম কার্যকারিতার তবে cavic c plus এ ভিটামিন সি আছে । আপনার হাড় ব্যথা না  হলে আপনি cavic c plus খেতে পারেন এটি ১ গ্লাস পানিতে ছেড়ে দিবেন ১টি ট্যাবলেট এবং সম্পূর্ন ভাবে মিশে যাওয়ার পরেই পানি গুলো পান করবেন।

তাছাড়া চিকিৎসক আপনাকে coralco-D সাজেস্ট করলে অবশ্যই তা ক্রয় করবেন । এর বাহিরে অন্য মেডিসিন না নেওয়াই বেটার হবে।   আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের Bissoy Answer এ প্রশ্নে  জানাবেন বা  আমাকে Call (কল) করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথে থাকার জন্য।

Talk Doctor Online in Bissoy App