ছাত্র হিসেবে আমার জন্য কম্পিউটার ভালো না ল্যাপটপ ভালো


শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

ছাত্র হিসেবে আপনার জন্য কম্পিউটারের চেয়ে 

ল্যাপটপই সবচেয়ে উত্তম হবে।

 ছাত্র- ছাত্রীদের মধ্যে অধিকাংশই ছাত্র 

ল্যাপটপ ব্যাবহার করে।

প্রয়োজনে ল্যাপটপ হাতে নিয়েও অথবা ব্যাগে

করেও নিয়ে যেকোথাও যেতে পারবেন। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
GoingMosiur

Call

আমার মনে হয় কম্পিউটারেই নেওয়া ভালো হবে।কেননা আপনি আপনার কম্পিউর ঘরে রেখেই সব কিছু কাজ করতে পারেন। এতে লেখাপড়ার কোন রকম সমস্যা হয় না।আপনি যেহেতু একজন ছাত্র তাহলে এটা বাইরে নিয়ে যাওয়ার কোন প্রয়োজন পড়ে না।ল্যাপটপ নিয়ে ক্লাসে গেলে তো আপনাকে ওটা দিয়ে লেখাপড়া শিখাবে না।এতে পড়া লেখার আরও এনার্জি কমে যায়।তাই বলছি আমার মতে আপনার কম্পিউটার নেওয়াই ভালো হবে।আপনি ঘরে বসে সবকিছু সময় মেইনটেন করে নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ