• থাকলে বলবেন ভাই" আমার খুব দরকার।
  • ধন্যবাদ।

Share with your friends

Google play store থেকে কম্পিউটার প্রশিক্ষণ নামে অনেক সফটওয়্যার আছে সেখান থেকে আপনার পছন্দ মত ডাউনলোড দিয়ে নিন আর শুরু করে দিন আপনার প্রশিক্ষণ।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি windows ল্যন্সার ব্যবহার করতে পারেন এতে আপনার মোবাইলটি অনেকটাকম্পিউটার এর মতো কাজ করবে।

Talk Doctor Online in Bissoy App
কম্পিউটার চালাতে শেখা মানে আপনি যদি 
মনে করে থাকেন কিভাবে মাউস ধরতে হয়, 
কোথায় ক্লিক করলে কি হয়, কিভাবে ভিডিও/অডিও 
গান বাজাতে হয়, তা হলে  বলব এগুলো শেখার জন্য
 মোবাইলের কোন এপ নেই। তবে আপনি ইউটিউব 
ভিডিও দেখে দেখে কিছুটা আন্দাজ করতে পারবেন। 
কিভাবে কম্পিউটার থেকে মেমোরিতে ফাইল ট্রান্সফার 
করতে হয় সেই ভিডিও দেখার জন্য ইউটিউবে লিখুন
 how to transfer files from pc to sd card.এগুলো শেখা খুব সহজ। আপনি কম্পিউটার নিয়ে 
একদিন চেষ্টা করলেই শিখে যাবেন।
 তবে এগুলো শিখে 
কোন চাকরি পাওয়া যাবেনা।
Talk Doctor Online in Bissoy App