Call

প্রত্যেকেই কোটিপতি হতে চায় ,কিন্তু তা হওয়ার উপযুক্ত অনেকেই থাকে না । আবার অনেকেই উপযুক্ত হয়েও নিজের উপর বিশ্বাস থাকে না বলে সফল হতে পারে । আপনি কোটি টাকা কামাতে চান ভালো কথা কিন্তু কোটি টাকা কামানো এতো সহজ নয় । এর জন্য প্রয়োজন অসীম ধৈর্য্য তা যদি থাকে তাহলে পরবর্তী কাজ হবে নিজেকে উপযুক্ত করে তোলা । আপনি যেই ক্ষেত্রেই শিক্ষা নিয়ে থাকেন না কেনো সর্ব প্রথম নিজেকে উপযুক্ত করে তুলোন । উপযুক্ত করুন যেকোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার,সঠিক সিদ্ধান্ত গ্রহনের ,ভিন্ন ধারায় চিন্তা করার । আশা করি আপনি নিজেকে তেমন ভাবেই গড়ে তুলবেন এবং নিজেকে অন্তত একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন । মনে রাখবেন ,ধনবান মানুষের থেকে গুণবান মানুষের কদর বেশি ।

Talk Doctor Online in Bissoy App

শিক্ষা সার্টিফিকেট ছাড়া কিছুই দিতে পারে না। সফলতার পূর্বশর্ত হলো যোগ্যতা। আপনি কি জানেন? স্টামফোর্ড থেকে অভিনয় শেখা রনবীর কাপুর ও আরো অনেকেই আছে যাদের অভিনেতা হিসাবে গোনায় হয় না যেখানে শাহরুখ খান, জনি ডেপ, আর্নল্ড শোয়ার্জেনেগারের মত বিখ্যাত অভিনেতারা যা শিখেছে পরিচালকের ডিরেকশন ও নিজের চেষ্টায়। বিল গেটস এর চেয়ে শিক্ষিত হাজারো রয়েছে তার মত বড় প্রোগ্রামার কজন আছে? মার্ক জুকারবার্গের মতই বা ডেভেলপার কজন? প্রোগ্রামিং ডেভেলপিং কি আর কেউ শেখে নাই? তবুও কেন সফল নয়? আপনি যদি সফল হতে চান আপনার যোগ্যতা দেখেন শিক্ষা নয়। সফল হলে টাকা আসবেই

Talk Doctor Online in Bissoy App