কি ভাবে ক্ষুদ্র ঋণ ( ১০০০০-২০০০০) নেওয়া যায় ?

কোন কোন ব্যাংক/এনজিও এই ধরনের ঋণ/লোন দেয় ?

কি কি কাগজ পত্র লাগবে ও শর্তবলী রয়েছে ?

বিস্তারিত ভাবে জানাবেন ?


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি যদি কোন ঋণ নেন তাহলে আপনাকে কোন এনজিও বা ব্যাংকে যোগাযোগ করেন। এছাড়াও আমার এলাকায়  যুব উন্নয়ন থেকে ঋন নিয়েছে সেখানে লাভের একদম কম এবং কিস্তির হারও অনেক কম আপনি যদি লোন নিতে চান তাহলে আপনাকে প্রথমত তাদের সাথে যোগাযোগ করতে হবে তারা আপনাকে একটি দশ জন বিশিষ্ট একটি গ্রুপ করতে বলবে । এই গ্রুপের একজন দলপতি থাকবে যে প্রতি সপ্তাহে কিস্তি গুলো উঠিয়ে যুব উন্নয়ন অফিসার আসবে প্রতি সপ্তাহে তার কাছে জমা প্রদান করতে হবে । আপনাদের প্রতিটি সদস্যকে 10000 টাকা করে ঋন দিবে প্রথম অবস্থায় । কিস্তি হার প্রতি সপ্তাহে 220 টাকা করে । কিস্তি পরিমান 48 টি কিস্তিতে পরিশোধ করতে পারবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ