আমার বয়স ২০।আমার প্রায়ই মাসিক অনিয়মিত হয়!অনেক আগের থেকেই এই সমস্যা।গত November মাসের ২৪ তারিখ আমার শেষ মাসিক হয়েছিল,এরপর থেকে এখন পর্যন্ত আর মাসিক হয়নি!আমার মা কে এই সমস্যার কথা বলাতে সবসময় বলে বিয়ের পর ঠিক হয়ে যাবে!কিন্ত আমার friend দের এই কথা জানানো তে তারা বলল এভাবে চললে পরে অনেক সমস্যা দেখা দিবে!আমি একটু diet maintain  করে চলা পছন্দ করি!তাই সকালে উঠে লেবু,গরম পানি আর বাকি সারাদিন খাবার maintain করে খাই!আমার মা ত এই সমস্যার জন্য doctor এর কাছে নিয়ে যেতে রাজি নয়,তাই আমি জানতে চাচ্ছি যে এই সমস্যা  কি আমার খাবারের জন্য হচ্ছে?আর এই সমস্যা দূর করার উপায় কি?
শেয়ার করুন বন্ধুর সাথে

হরমোনজনিত কারনে অনেক ক্ষেত্রে এরকম হয়। কিন্তু

আপনার যেহেতু অনেক আগে থেকে এরকম হয় তাই

আপনি কোন গাইনি ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ