আমরা নতুন দম্পতি, আমরা সিন্ধান্ত নিয়েছি যে ৬ বছর বাচ্চা নিবো না নিতে চাই না, এখন আমরা কি অবল্বন করতে পারি,যাতে কোন ওর অথবা আমার কোন সমস্যা ছাড়া৷ সেটাই জানতে চাই?
শেয়ার করুন বন্ধুর সাথে

ছয় বছর অনেক বেশী সময়। এত দিন সন্তান না নিলে

পরবর্তীতে সমস্যা হবে। আপনি ২-৩ বছর অপেক্ষা করতে

পারেন। তবে কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করবেন না।

আপনারা একমাস পিল এবং একমাস কনডম ব্যাবহার

করেন। একটানা পিল বা কনডম ব্যাবহার করলে পরে

সন্তান ধারনে সমস্যা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি আপনার স্ত্রীকে "নরপ্লান্ট " গ্রহণ করান। এটি সরকারি হাসপাতালে ফ্রি দেওয়া হয়। একবার নিলে পুরো ৫ বছর নিশ্চিন্তে থাকতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ