Call

যে আগে উত্তর দিবে তার টায় গ্রহনযোগ্য|আপনার আগেই আরেকজন উত্তরটি দিয়েছিলেন|কিন্তু তার উত্তর অনুমোদনের জন্য অপেক্ষায় ছিল|তাই তার উত্তরটা অনুমোদন দিয়ে আপনার টা লুকায়িত করা হয়েছে|আশা করি বুঝতে পেরেছেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

যেই উত্তরটি সঠিক হবে সেটাই গ্রহণযোগ্য হবে।

 কে আগে উত্তর প্রদান করেছেন আর কে পরে উত্তর 

প্রদান করেছেন

সেটা সাধারণ সদস্যগণের নিকট দৃশ্যমান না।

সেটা শুধুমাত্র (বিশেষ সদস্যগণের) নিকটেই দৃশ্যমান। 

আপনি যদি ১ দিন পূর্বে কোনো প্রশ্নে অনুপযোগী উত্তর প্রদান করেন

আর আপনার ঠিক একদিন পর যদি অন্য কোনো সদস্য

সেই প্রশ্নে

যথোপযুক্ত উত্তর প্রদান করেন সেক্ষেও সঠিক উত্তরটি রেখে

বাকিটা লুক্কায়িত করা হবে।এই প্রশ্নে আপনার উত্তরটিসহ

মোট তিনটি উত্তর এসেছিলো এবং তিনটি উত্তরেই সঠিক।

আপনারটি এবং অন্য একজন সদস্যের উত্তরটি আপনাদের

দু-জনের

পয়েন্ট ১০০+ এর অধিক থাকায় দু-জনের উত্তরটিই সরাসরি

অনুমোদন পায়,আর যিনি প্রথম উত্তর প্রদান করেছেন তাঁর

পয়েন্ট ১০০+ এর নিচে থাকায় উত্তরটি অনুমোদনের জন্য

অপেক্ষামান ছিলো।

সুতরাং, যেহেতু তিনটি উত্তরেই সঠিক সেহেতু অনুমোদনের জন্য

যেই উত্তরটি অপেক্ষামান ছিলো সেই উত্তরটি অনুমোদন দিয়ে

আপনার এবং অন্যজনের উত্তরটি লুক্কায়িত করা হয়েছে।

আশাকরি বুঝবেন ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ